Skip to main content

Posts

Featured

আস্থা টি ভি এবং আস্থা পি এফ

প্র : রমেন পাল : আস্থা টি ভি এবং আস্থা পি এফ দুটোই যেহেতু জৈব ছত্রাক নাশক তাই আমি যেকোনো একটা ব্যবহার করতে পারি ? যদি একটা ব্যবহার করি তবে কোনটা করবো ? উঃ- রমেনবাবু আমার সীমিত জ্ঞান থেকে আপনার উত্তর দেয়ার চেষ্টা করলাম, আপনি পুরোটা দেখে আপনার যেটা ভালো মনে হবে সেটা ব্যবহার করুন|   ট্রাইকোডার্মা ভিরিডি ( আস্থা টি.ভি) নামক ছত্রাক একটি কার্যকরী জৈব রোগনাশক হিসাবে কাজ করে । এটি সাধারণত বাহকের সঙ্গে মেশানো অবস্থায় পাওয়া যায় । এটি আলুর ধ্বসা ও কন্দ পচা , বিভিন্ন সব্জির গোড়া পচা ; বেগুন , টমেটো , লঙ্কা ও আখের ছত্রাকজনিত ঝিমিয়ে পড়া বা গোড়া পচা ; আলু , পান ও গোলমরিচের শেকড় বা কান্ডের পচন রোগকে দমন করতে পারে । যেখানে বারবার রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করার ফলে এর প্রতিরোধী ছত্রাকের জাত সৃষ্টি হয়েছে , সেখানে এটি খুবই কার্যকরী । ট্রাইকোডার্মা ভিরিডি ( আস্থা টি.ভি) বীজের অঙ্কুরোদগমে , গাছের বৃদ্ধি ও দ্রুত ফুল আসতে সহায়তা করে । এছাড়া গাছ , ফুল ও ফলের গুণগত মান বৃদ্ধি করে । সিউডোমোনাস ফ্লুর

Latest Posts